
মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক যুবতি (২৫) আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবতির এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই ওই যুবতিকে যোকারচর এলাকায় বেড়াতে দেখা গেছে। আত্মহত্যার কিছুক্ষণ আগেও রেল লাইনের পাশের বাড়িতে গিয়ে ভাত খেতে চেয়েছিলেন সে। ওই বাড়ির লোকজন বসতেও বলে তাকে। তবে ট্রেনের শব্দ শুনেই যুবতি ওই বাড়ি থেকে চলে আসেন। বাড়ির লোকজন খেয়ে যেতে বললে খাবেননা বলে বের হন সে। এরপরই দ্রুত এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত যুবতির পরনে ছিলো খোয়েরী রঙের বোরকা ও লাল একটি ওড়না। তার পায়ে নুপুর পড়া ছিলো। নিহত যুবতির মরদেহ ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই ওই যুবতিকে যোকারচর এলাকায় বেড়াতে দেখা গেছে। আত্মহত্যার কিছুক্ষণ আগেও রেল লাইনের পাশের বাড়িতে গিয়ে ভাত খেতে চেয়েছিলেন সে। ওই বাড়ির লোকজন বসতেও বলে তাকে। তবে ট্রেনের শব্দ শুনেই যুবতি ওই বাড়ি থেকে চলে আসেন। বাড়ির লোকজন খেয়ে যেতে বললে খাবেননা বলে বের হন সে। এরপরই দ্রুত এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত যুবতির পরনে ছিলো খোয়েরী রঙের বোরকা ও লাল একটি ওড়না। তার পায়ে নুপুর পড়া ছিলো। নিহত যুবতির মরদেহ ঘটনাস্থলে রয়েছে।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, রেলওয়ে থানা পুলিশের টাঙ্গাইল ফাঁড়িতে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: মোল্লা তোফাজ্জল
⇘সংবাদদাতা: মোল্লা তোফাজ্জল
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।