
স্বপন চন্দ্র দাশ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নিখোঁজের ১৫ দিন পর আব্দুল আওয়াল (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর এলাকায় ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আওয়াল সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মৃত আনোয়ার মুন্সীর ছেলে। তিনি শিয়ালকোল গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে যান আওয়াল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে থানায় সাধারণ ডায়রী করেন। পরে পুলিশ তদন্ত করে শিয়ালকোল এলাকার পিচ্চি সুলতানের মোবাইল ট্র্যাকিং করে পাওয়া তথ্যে আজ দুপুরে ইছামতি নদী থেকে আওয়ালের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন এ ঘটনায় মামলার প্রক্রিয়া ও জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
⇘সংবাদদাতা: স্বপন চন্দ্র দাশ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।