ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকচাপায় তৈয়ব আলী (৩৯) ও সাজু ইসলাম (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আমিরল ইসলাম (৩৫) নামে আরো এক জন।
বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাশপাড়ার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী সদর উপজেলার আখানগরের গেদার আলীর ছেলে এবং সাজু ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা যায় । আহত আমিরল ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, বুধবার সন্ধার অনেক পরে আখানগর থেকে একটি মোটরসাইকেলে তৈয়ব আলী ঠাকুরগাঁও শহরে আসছিলেন। অন্যদিকে আরেকটি মোটরসাইকেলে করে সাজু ও তার বন্ধু আমিরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলায় যাচ্ছিলেন। পথে রহিমানপুর ইউনিয়নের দাশপাড়া এলাকার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি বলেন, এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালিয়াডাঙ্গীগামী পাথরবোঝাই একটি ট্রাক দুই মোটরসাইকেল সহ আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই তৈয়ব আলী নিহত হন। স্থানীয়রা সাজু ও আমিরুলকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাজুর।
ট্রাকটিকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আশিকুর রহমান।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।