`উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান খালেদুজ্জামান প্রদীপ'

S M Ashraful Azom
0
`উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান খালেদুজ্জামান প্রদীপ'


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইমেজ কাটতে না কাটতেই নির্বাচন কমিশন কর্তৃক পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণের ঘোষণা দেশের অন্যান্য স্থানের মত জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে খ্যাত জামালপুর সদর উপজেলার সম্ভাব্য একাধিক চেয়ারম্যান প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। 

এসব প্রার্থীরা চায়ের টেবিলে আলোচনা থেকে শুরু করে নিজের ও দলের প্রধান ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-নেত্রীদের ছবি সহ পোষ্টার, ব্যানারের মাধ্যমে আশীর্বাদ ও দোয়া কামনা করছেন। 

এমন একজন জনপ্রিয় রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি হলেন জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদুজ্জামান প্রদীপ। 

ইতিমধ্যেই তিনি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ, জামালপুর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দুয়ার ম্যানেজিং কমিটির সভাপতি ও দি চেম্বার অব কমার্সের পরিচালকের দায়িত্বে বর্তমানে নিয়োজিত রয়েছেন। 

তিনি সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, ০১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বেলটিয়া জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সচিব ও সাবেক সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।

এক প্রশ্নের উত্তরে ত্যাগী, নির্লোভ ও মঞ্চবক্তা মোঃ খালেদুজ্জামান প্রদীপ এই প্রতিবেদককে বলেন, বাঙ্গালী জাতির মুক্তিদূত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে দেশরতœ শেখ হাসিনার অনুপ্রেরণায় মূল সংগঠনের নেত্রীবৃন্দের দিক-নির্দেশনায় দলের কাজ করে চলছি, আমি পদের জন্য দল করি না। 

কাজেই চাওয়া পাওয়া বলতে আমি কিছুই বুঝি না। তবে সাধারণ মানুষের অনুপ্রেরণায় দলের একজন আদর্শ কর্মী হিসেবে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে উপজেলাবাসীর খেদমতে নিজেকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top