সেবা ডেস্ক:
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরের মোশারফগঞ্জে শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীরউত্তম স্কুল এন্ড কলেজে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । বৃহঃবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে কলেজটির অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-২,ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ।
প্রধান অতিথি ফরিদুল হক খান দুলাল এমপি বলেন বর্তমান সরকার মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করেছে এবং সেজন্য দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেক,ইসলামপুর এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস,বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব জাভেদ মোশারফ রূপক বক্তব্য রাখেন ।
জানা গেছে শিক্ষা প্রকৌশল দপ্তর জামালপুরের তত্বাবধানে ২ কোটি ৮৮ লক্ষ ব্যায়ে ৪ তলা বিশিষ্ট ভবনটি নির্মান করা হবে ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।