জামালপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জামালপুর জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার জামালপুর পরিবার পরিকল্পনা হলরুমে আলোচনা প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি সরিষাবাড়ী উপজেলা ডোয়াইল ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু সাঈদ মিন্টু সভাপতি এবং ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আসাদুল হক দুলাল পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জামালপুর জেলার সাবেক সভাপতি সোহেল রানাসহ কর্মচারী সমিতির সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।