নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
বগুড়ার আদমদীঘিতে বগুড়া-নওগাঁ সড়কে বাস চাপায় ভুট্টু (৫১) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের অদূরে আল-রিয়াদ ফিড অ্যান্ড ফিস মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ভুট্টু আদমদীঘির ছোট আখিড়া গ্রামের সাহেব আলীর ছেলে। পেশায় ব্যবসায়ী ভুট্টু পুরাতন লুব্রিক্যান্ট ওয়েল কেনা-বেচা করতেন।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ভুট্টু বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে মুরইল বাজারে যাবার সময় ওই ঘটনাস্থলে পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী বিআরটিসির একটি বাস ভুট্টুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।