তানভীর হোসাইন রাজু,ফুলবাড়ি(কুড়িগ্রাম)ঃকুড়িগ্ রাম জেলার ফুলবাড়ি উপজেলার প্রাণ কেন্দ্র গংগারহাট থেকে অধুনা বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহল সংযোগ সরকের মধ্যে অবস্হিত ১০০বছরের পুরনো সরকারটারী ইন্দিরার পাড়ের ইন্দিরাটি। ইন্দিরাটির সুবিধা ভোগ করে ইনান্দিরারপাড় ও নদীরপাড়ের প্রায় ১০০টি পরিবার। অথচ বিগত কয়েক বছর ধরে মেরামতের অভাবে ইন্দিরাটির অবস্হা ছিল বেহাল দশা। সাপ্তাহিক জনপ্রাণে ইন্দিরা মেরামতের ব্যাপারে সংবাদ প্রচারের পর বেশ কয়েকটি দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যম ইন্দিরা মেরামতের নিউজ প্রকাশ করে। যার ফলে চলতি বছর প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ইন্দিরা মেরামতের উদ্দ্যেগ নেয়।এ ব্যাপারে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল জানান,প্রাচীন ঐত্যিহ্যর ইন্দিরাটি মেরামতের জন্য গত২০১৭-২০১৮ অর্থ বছরে বরাদ্দ আসে। ইউনিয়ন পরিষদের এল,জি,এস,পি প্রকল্প-৩ থেকে এ বরাদ্দ আসে। চলতি বছরের জানুয়ারীতে দেড় লাখ টাকা ব্যায়ে ইন্দিরাটির মেরামতের কাজ শুরু হয়েছে।গত ২৩দিন ধরে মেরামতের কাজ চলছে।উল্লেখ্য ইন্দিরাটি নিজ উদ্দ্যেগে তৈরি করেন মালীক ভোলা মামুদ ১৩১৩খ্রিঃ। পরবর্তিতে সংস্কার করেন মোঃ সৈয়দ আলী সরকার ১৩৫৭ খ্রিঃ চৈত্র মাসে।তৎকালীন সময়ে পাকিস্তান আমল থাকায় সেখানে পাকিস্তান জিন্দাবাদ কথাটি লেখা হয়েছিল।এখন তৃতীয় সংস্কারের সময় পাকিস্তান কথাটি মুছে দেয়ার প্রস্তাব করে স্হানিয় গ্রামবাসীরা। বিষয়টি প্রশাসন আমলে নিলে পাকিস্তান কথা টি মুছে দেয়া হয়। আর জানুয়ারী মাসেই শেষ হবে মেরামতের কাজ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।