
গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে এখন উন্নযনের রোল মডেল। দেশের মানুষের মাথাপিছু আয়ও বাড়ছে দ্রুতগতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে পরিনত হয়েছে।
তিনি সোমবার গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকায় বিএডিসির ২’শ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন বীজ গুদাম নির্মান কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল মতিন , পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া , পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বিএডিসির রংপুর অঞ্চলের (বীজ বিপনন ) উপ -পরিচালক সুলতান আলম , সহকারী পরিচালক নাইমুল আরিফ , সহকারী পরিচালক আজহারুল ইসলাম বিএডিসির বীজ ও সার এসোসিয়েশনের সভাপতি তাজমিনুর রহমান , সাধারন সম্পাদক আওলাদ হোসেন রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হুইপ বলেন – কৃষি সেক্টরে অভাবনীয় সাফল্য এসেছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার হওয়ায় জনগন যাতে অতি সহজেই বীজ ,সার ও খাদ্য হাতের নাগালে পায় সে জন্য জেলায় নতুন সার , বীজ ও খাদ্য গুদাম নির্মান করছে।
উল্লেখ্য বিএডিসির অধীনে বিদ্যমান বীজ উৎপাদন , প্রক্রিয়াজাতকরন ও বিতরন ব্যবস্থাদির আধুনীকরন , উন্নয়ন প্রকল্প এর আওতায় ২’শ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন বীজ গুদাম নির্মান কাজে প্রায় ৫৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।