
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বুধবারীবাজার ইউনিয়নের বাঘিরঘাট উচ্চ বিদ্যালয় হল রুমে কালিজুরী ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের উদ্যোগে আয়োজিত বিতরন আনুষ্টানে সভাপতিত্ব করেন বাঘিরঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল ইসলাম।
কালিজুরী প্রভাতী সংঘের সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমানের উপস্থাপনায় এবং সাকিব আল হাসানের তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল আজিজ ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য দেন কালিজুরী ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের কোষাধ্যক্ষ শফিকুর রহমান ইসহাক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম আহমদ, দবিরুল হক চৌধুরী , হাজী হারন মিয়া, স্বেচ্ছাসেবক পাঠশালার সভাপতি সাংবাদিক মোঃ রুবেল আহমদ, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম.এন.আই রুমেল, বাঘিরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভুইয়া, হাবিবুর রহমান, জিবি টেলিভিশনের সহকারী পরিচালক এস ইউ শিপলু, সমাজ সেবক আবুল কাশেম , দুলাল আহমদ, জাহেদ আহমদ, ঢাকা কলেজের মেধাবী ছাত্র আহসান সোজাদ, জাহেদ আহমদ, আব্দুল হানিফ, কালিজুরী ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের সদস্য ময়নুল ইসলাম খালিক, কামাল আহমদ, সাইফুল্লাহ লুলু, এবাদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ৫৬জন শিক্ষার্থীকে ভর্তি হতে আর্থিক সহায়তা প্রদানসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: গোলাপগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।