
স্থানীয় ব্যবসায়ী মফিদুল ইসলাম নান্নু জানান, সড়কে পাশে বিশাল আকৃতির একটি বট গাছের মৌমাছির বাসায় আজ মঙ্গলবার দুপুরে কে বা কাহারা ঢিল ছুড়ে পালিয়ে যায়। পরে সড়কে যাতায়াতরত লোকজনকে মৌমাছি কামড়ায়। এতে বাশবাড়িয়া গ্রামের ওসমান আলী, সগুনা গ্রামের বুলবুল আহমেদসহ ৫জনকে কামড়ালে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া। এ সময় ওসমান আলী ও বুলবুল আহমেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দায়িত্বরত চিকিৎসক সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম রনি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।