
গাইবান্ধা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগের নৌকা প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার। তিনি এক লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির দিলারা খন্দকার। তিনি ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন।
রোববার রাত সাড়ে আটটার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডা. মো. ইউনুস আলী সরকারকে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্য হিসেবে নাম ঘোষণা করেন।
এ ছাড়া মশাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) এস এম খাদেমুল ইসলাম খুদি ১১ হাজার ৬৩০ ভোট, আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু ৫৪৪ ভোট ও সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ এক হাজার ৪৮ ভোট পেয়েছেন। মোট ভোট কাস্টিং হয়েছে এক লাখ ৬১ হাজার ৩০৪ টি। মোট ভোট ৩৯ দশমিক ১৭ শতাংশ কাস্টিং।
নির্বাচন কারচুপির অভিযোগ এনে দুপুরে জাসদের প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি ভোট বর্জনের ঘোষনা দেন। এ ব্যাপারে জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মোনা বলেন, ভোট বর্জনের বিষয়টি প্রার্থীর ব্যক্তিগত। এটা দলের কোন সিদ্ধান্ত নয়।
এই দুই উপজেলার ১৩২ টি ভোটকেন্দ্রের ৭৮৬ টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ভোটার ছিলেন চার লাখ ১১ হাজার ৮৫৪ জন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী হন সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী। তিনি গত ১৯ ডিসেম্বর মারা গেলে ২০ ডিসেম্বর ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে পুনঃতফসিল মোতাবেক আজ ২৭ জানুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।