
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের শিববাটি এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ জনেকে এবং বিকেলে সদর উপজেলার বাঘোপাড়ার আল আরাফাহ মার্কেট থেকে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে।

ফেন্সিডিলসহ গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর হাকিমপুরের উত্তর বাসুদেবপুরের আশরাফ আলীর ছেলে সবুর শেখ (২৫), বগুড়া সদরের বৃন্দাবনপাড়ার মনতেজার রহমানের ছেলে রাসেল ইসলাম (৩৭) এবং ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদরের বৃন্দাবনপাড়ার আসাদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাব্বী (২১), চকসুত্রাপুরের আব্দুল মোতালেব ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (২৮) ও উত্তর গোদাপাড়াার মোঃ সেলিমের ছেলে ইমরান হোসেন।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, সোমবার অভিযান চালিয়ে গ্রেফতারের পর তাদের আদারতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের হয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।