
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ প্রতিনিধি: ভোটের আগে ভোট প্রত্যাহার করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মীর শহিদুল ইসলাম শহিদ।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় একাধিক প্রার্থী থাকায় ভোটের আগে ভোট দিয়ে একক দলীয় প্রার্থী নির্বাচিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আ’লীগ নির্বাচনের তারিখ ঘোষনা করেন।
সে মোতাবেক মঙ্গলবার দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য ভোট গ্রহনের প্রস্তুতি নেন। এসময় তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মীর শহিদুল ইসলাম শহিদ ভোটের আগে ভোট প্রত্যাহার করেছেন।
বিকাল সাড়ে ৫টায় তাড়াশ প্রেসক্লাব চত্তরে তিনি মাইকিং করে বক্তব্য দেন যে, ভোটের আগে দলীয় ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করার লক্ষ্যে যে প্রক্রিয়া করেছে তাতে অনেক প্রার্থী অসৎ উপায় অবলম্বন হয়েছে। এজন্য তিনি ভোটের আগে ভোট প্রত্যাহার করে আগামী উপজেলা পরিষদ নির্বাচেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষনা দেন।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম রনি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।