ঠাকুরগাঁওয়ে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যাক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এসব চেক বিতরণ করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দীক এর সভাপতিত্বে  এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও, ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এ সময় উপরোক্ত রোগে আক্রান্ত জেলার বিভিন্ন উপজেলার রোগীদের  মাঝে মোট ১৮ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এতে ঠাকুরগাঁও পৌরসভার ৫ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার ১ জন, পীরগঞ্জ উপজেলার ৬ জন,  বালিয়াডাঙ্গী উপজেলার ৫ জন এবং রানীশংকৈল উপজেলার ১ জন কে চেক প্রদান করা হয়। রোগ আক্রান্ত হিসেবে ক্যান্সারে আক্রান্ত-১০ জন, কিডনী আক্রান্ত-১২ জন, স্ট্রোকে প্যারালাইজড-৪ জন এবং হৃদরোগে আক্রান্ত-২ জন।

এসময়  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: নুর কুতুবুল আলম, জেলা আ.লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, জেলা মহিলালীগের সভাপতি ও পৌর কাউন্সিলর দ্রোপৌদী দেবী আগরওয়ালা ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনছুর আলী ।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top