
কাজিপুর প্রতিনিধি: কাজিপুরের গান্ধাইল গ্রামে জহুরুল ইসলামের বাড়ির সিমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে ক্ষমতাসীন দলের একটি পরিবারের সদস্যরা। এব্যাপারে জহুরুল ইসলাম বাদি হয়ে কাজিপুর থানায় রবিবার রাতে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে, গত শনিবার তার প্রতিবেশী কাজিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, তার চাচাতো ভাই গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া ও চাচা স্থানীয় ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি ইসহাক উদ্দিন সহযোগিদের নিয়ে বাদীর বাড়ির গান্ধাইল মৌজার আরএস ২৬৯৫ দাগের ২২শতক জমিতে অনাধিকার প্রবেশ।
এসময় তারা বাড়ির পাঁকা সিমানা প্রাচীর ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়। যাবার সময় তারা পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে যায়।
সোমবার বিকেলে কাজিপুর থানার ওসি (তদন্ত) গৌতম কুমার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় মাতব্বরগণ উভয়পক্ষোর সাথে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।