
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব শীর্ষক কর্মশালা ১৪ জানুয়ারী দুপুর দুপুরে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুারো ও স্বাস্থ্য অধিদপ্তরের আর্থিক সহায়তায় জেলা সিভিল সার্জন অফিস এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা ডা.আমিনুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব প্রমুখ। কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় দৈনন্দিন জীবনে খাদ্য-পানীয়-ওষুধ সেবন- ধুমপান-পাতাজর্দ্দা-দুশ্চিন্তা ও তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল-টিভি-বিভিন্ন লাইটিং-শব্দ দোষণের প্রয়োগ সম্পর্কে অবহিত করা হয়। পরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।#
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।