
বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি চলক ও একই পরিবারের ৪ জাকেরসহ ৬জন আহত হয়েছে। এদের মধ্যে তিন জন গুরতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর ও এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনাটি সোমবার দুপুরে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন ওয়াবদা বাধের উপর ঘটে। বেলকুচি ফায়ার সার্বিসের কর্মিরা তাদের উদ্ধার করে বেলকুচি হাপাতালে নিয়ে যায়। এদের মধ্যে তিন জনকে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
সিএনজিটি ৪ জাকেরসহ ৫জন দিয়ে এনায়েতপুর থেকে কড্ডা জাচ্ছিলেন এসময় বিপরীতগামী মাইক্রোবাসটির সামনের চাকা পাংচাড় হয়। এতে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জন ও ডাইভারসহ ৬ জন আহত হয়।
আহতরা হলেন, সিএনজির চালক আলমঙ্গীর হোসেন (২৮), এনায়েতপুর থানাধীন খুকনী আটারদাগ এলাকার মৃত ওমর আলীর ছেলে ওয়াহেদ আলী (৩৫), শেরপুর জেলার গজারিয়া এলাকার মজিব উদ্দিনের ছেলে জহর আলী (৫০), তার বড় ভাই সুরুজ আলী (৫৫), জহর আলীর ছেলে কবির হাসান (১৬) ও আকাশ (১২)।
বেলকুচি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার আল আমিন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।
কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন জানান, ৬ জন আহত অবস্থায় হসপিটালে আসলেও জহর আলী, ওয়াহেদ ও সিএনজি ড্রাইভার আলমগীরের অবস্থা আশংঙ্কা জনক মনে হলে তাদের সিরাজগঞ্জ সদর হসপিটালে প্রেরন করা হয়েছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় সিএনজি ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
⇘সংবাদদাতা: বেলকুচি প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।