
রৌমারী প্রতিনিধি: বজ্রপাতে আব্দুর জব্বার (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। ২৯ জানুয়ারী (মঙ্গলবার) ভোর ৮ টার উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সকালে আব্দুল জব্বার বাড়ির পাশে আবাদি জমির ফসল দেখার জন্য গেলে বৃষ্টি শুর হয়। এসময় সে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
দাঁতভাঙ্গা ইউপি সদস্য আবুল হাশেম সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন। বজ্রপাতে মৃত আব্দুল জব্বার কাউয়ারচর গ্রামের মৃত আসমত আলীর ছেলে বলে জানা গেছে।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।