
মিঠু আহমেদ, জামালপুর ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণের কারণে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার ১৫টি পরিবার অবরুদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা।
অবরুদ্ধ পরিবারের অভিযোগ, উপজেলা পরিষদের পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে ১৫ ফুট ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও উত্তর পাশ দিয়ে মাত্র ৩/৪ ফুট জায়গা ছাড়া হয়েছে। এতে ওই এলাকার শত বছরের বসবাসকারী পরিবাররা অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
বৈষম্যের শিকার পরিবারের সদস্যরা জানায়, এতদিন উন্মুক্ত থাকায় উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তা দিয়ে তারা সহজেই যাতায়াত করতো। কিন্তু সম্প্রতি উপজেলা পরিষদের সীমানা প্রাচীর শুরু হলে অবরুদ্ধ পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় রাস্তাসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। জেলা প্রশাসক আহমেদ কবীর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে আলোচনা সাপেক্ষে সৃষ্ট সমস্যা সমাধান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন। কিন্তু রহস্যজনক কারণে সমস্যার সমাধান না করেই সীমানা প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
অবরুদ্ধ পরিবারের সদস্য মো.খাদেমুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এক রকম তড়িগরি করে জোড় পূর্বক দেয়াল নির্মাণ করে অন্তত ১৫টি পরিবারের কয়েক’শ মানুষকে অবরুদ্ধ করে রেখেছেন। এখানে আমরা নাগরিক অধিকারও পাচ্ছি না। ক্ষমতার কাছে আমরা হেরে যাচ্ছি। যাদের কাছে নাগরিক সেবার দায়িত্ব তারাই নাগরিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করছেন। জেলা প্রশাসকের নির্দেশও তারা গোপন করে আমাদের শত বছরের রাস্তা বন্ধ করে দিয়েছেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,‘তাঁদের অবরুদ্ধ করা হয়নি। পাঁচ ফুট জায়গা ছেড়েই দেয়াল নির্মাণ করা হচ্ছে। সরকারি জায়গা ১০/১২ ফুট ছেড়ে দিয়েতো আমি সীমানা প্রাচীর নির্মাণ করতে পারি না। সমঝোতা করে দুই পক্ষই জমি ছেড়ে দিলে রাস্তা ১০ ফুট করা সম্ভব। তবে ওইসব পরিবারের চলাচলের জন্য উত্তর পাশ দিয়ে একটি আট ফুট প্রসস্থ রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থা করা হচ্ছে।
⇘সংবাদদাতা: মিঠু আহমেদ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।