
ডা. জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।
শনিবার সকালে ভিত্তি প্রস্তর স্থাপন কালে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ,রাশেদুল হক প্রধান, রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহিদ সোহরাওয়ারদী বাপ্পী,রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম,এমআই সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা,রাজারহাট প্রেসক্লাব সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় মাঠের দক্ষিণ পূর্ব প্রান্তে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক ও সাবেক গণপরিষদ সদস্য আব্দুলাহ সোহরাওয়ার্দীর নামে অডিটরিয়ামের নাম করন করা হয়েছে।
⇘সংবাদদাতা: ডা. জি এম ক্যাপ্টেন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।