আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে জামালপুরে দোয়া মাহফিল |
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন বক্তব্য রাখেন।
এ সময় অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যূত্থানের মধ্য গণতান্ত্রিক ধারায় ফিরতে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অচিরেই তারেক রহমান বাংলাদেশের ফিরে আসবেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এরপর শহরের চালাপাড়ায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে দুই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষনা দিলেন আবদুর রউফ তালুকদার

ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচার মিছিল ও সমাবেশ

মেলান্দহ গোদা ডাঙ্গার বিল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

সর্বাত্মক শাটডাউনের প্রতিবাদে ইসলামপুর বিএনপির বিক্ষোভ মিছিল

লাশ হয়ে ফিরলেন বকশীগঞ্জের বিনা আক্তার!


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।