ঢাকা, ১৭ নভেম্বর (সেবা হট নিউজ): জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
![]() |
| শেখ হাসিনাসহ ৩ আসামির মামলার রায় ঘোষণা আজ, মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন |
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হবে। প্রসিকিউশন তিন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বিকালে এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আরও দেখুন:
গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই দিন ধার্য করেন। এর আগে গত ২৩ অক্টোবর প্রোসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনার দায়সহ হত্যা, হত্যা-চেষ্টা, ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা, প্ররোচনা, উসকানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রসহ অন্যান্য অমানবিক আচরণ এবং সংঘটিত অপরাধ প্রতিরোধ না করার মতো মানবতাবিরোধী অপরাধ।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গতকাল রবিবার সাংবাদিকদের বলেন, 'এই মামলায় আসামিদের বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে, তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রোসিকিউশন। যে কারণে প্রোসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের কাছে। শুধু তা-ই নয়, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যাঁরা ভিকটিম আছেন, তাঁদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম।'
তিনি আরও বলেন, 'সংশোধনীর আগে আইনটির নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না। জুলাই অভ্যুত্থানের পরে আইনটি সংশোধন করে রোম-সংবিধিতে আন্তর্জাতিক আইনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা এবং অ্যাপ্লিকেবিলিটি, সেটি এখানে প্রযোজ্য করা হয়েছে। এ ছাড়া দণ্ডের পাশাপাশি আরেকটি দণ্ডকে আইনে সংযোজন করা হয়েছে। সেটি হচ্ছে, আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম অর্থাৎ ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের বরাবর হস্তান্তর করা।'
প্রথম অভিযোগে বলা হয়েছে, চীন থেকে ফিরে গত বছর ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শেখ হাসিনা। ওই সময় আন্দোলনরত ছাত্রদের 'রাজাকারের বাচ্চা', 'রাজাকারের নাতিপুতি' বলে রাষ্ট্রীয় ও সহযোগী বাহিনীগুলোকে উসকানি দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন অধীনস্ত বাহিনীকে আন্দোলনকারীদের ওপর হামলার জন্য 'সুপিরিয়র কমান্ডার' হিসেবে নির্দেশ দেন।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন আসামি শেখ হাসিনা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অভিযোগে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা এবং 'মার্চ টু ঢাকা' কর্মসূচিতে চানখাঁরপুল ও আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারী হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউটর তামীম জানান, রায় সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন এবং চিফ প্রোসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে, তারাও সরাসরি সম্প্রচার করতে পারবে।
পলাতক আসামিদের আপিল করার সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, 'এ মামলার যেসব আসামি পলাতক আছেন, তাঁরা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল বিভাগে আপিল করতে পারবেন না।'
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর চলতি বছরের ২৫ মে থেকে ৮ অক্টোবরের মধ্যে মানবতাবিরোধী অপরাধে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, তার মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা আটটি। এর মধ্যে পাঁচটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। বিচারাধীন পাঁচটি মামলার মধ্যে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে এই মামলাটি ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা।
এদিকে, জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গতকাল রবিবার হাইকোর্ট প্রাঙ্গণে মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে তাঁরা মিছিলটি শুরু করেন, যা সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
আজকের রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলাগুলোর মধ্যে এই মামলার বিচারকাজই প্রথম শেষ হতে যাচ্ছে। দেশবাসী আজ এই রায়ের অপেক্ষায় রয়েছেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী মামলার রায় ১৭ নভেম্বর

নির্বাচন ঘিরে হুন্ডির দৌরাত্ম্য বাড়ছে, সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

নির্বাচন কমিশনের ২৩ কর্মকর্তাকে বদ’লি

নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।