জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষনা দিলেন আবদুর রউফ তালুকদার

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন চার বারের উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

Abdur Rouf Talukder announces independent candidacy for Jamalpur-1 constituency
তার ব্যক্তিগত কার্যালয়ে নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন আব্দুর রউফ তালুকদার




তিনি দীর্ঘদিন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। 

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের তার ব্যক্তিগত কার্যালয়ে নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন আব্দুর রউফ তালুকদার।

স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পরেই তার সমর্থকদের স্লোগানে স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে। তাৎক্ষণিক আনন্দ ও স্বাগত মিছিল বের করে নেতা কর্মীরা। 

আবদুর রউফ তালুকদার স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে ভোটের পরিস্থিতি নিয়েও হিসাব কষছেন সাধারণ ভোটাররা। 

তিনি জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার মতবিনিময় সভায় বলেন, জনগণ আমাকে চারবার ভোট দিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সেবামুখী কার্যক্রমে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। 

এবারও জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এলাকার মানুষের পাশে থাকার সিদ্ধান্ত  নিয়েছি। মানুষের ভালবাসা নিয়ে আগামী দিনেও সবার পাশে থাকতে চাই। 

মতবিনিময় সভায় উপস্থিত নেতা কর্মীরা বলেন, আবদুর রউফ তালুকদারের  নেতৃত্বে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তিনি এমপি হলে পাল্টে যাবে এই জনপদের মানুষের ভাগ্য। 

এদিকে তার প্রার্থী হওয়াকে ঘিরে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন তার স্বতন্ত্র অংশগ্রহণ ভোটের সমীকরণ বদলে দিতে পারে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন
লাশ হয়ে ফিরলেন বকশীগঞ্জের বিনা আক্তার!
লাশ হয়ে ফিরলেন বকশীগঞ্জের বিনা আক্তার!
বকশীগঞ্জে রিকশা চালককে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি
বকশীগঞ্জে রিকশা চালককে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি
বকশীগঞ্জে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বকশীগঞ্জে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বকশীগঞ্জে ব্রেন টিউমারের রোগী আল্পনার চিকিৎসায় প্রশাসনের আর্থিক সহায়তা
বকশীগঞ্জে ব্রেন টিউমারের রোগী আল্পনার চিকিৎসায় প্রশাসনের আর্থিক সহায়তা
বকশীগঞ্জে তিন দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন
বকশীগঞ্জে তিন দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top