
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি স্থাপন ও নর্ব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান।
১৪ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার মহিমাগঞ্জ ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক , মহিমাগঞ্জ ইউপির‘ তিন বারের সফল চেয়ারম্যান , উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী জননেতা আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন ও নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর।
শিক্ষা প্রকৌশল অধিদপ্ত কর্তৃক ৭৫ লক্ষ টাকা ব্যয়ে মহিমাগঞ্জ ডিগ্রী মহাবিদ্যালয় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন অনুষ্টান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, কলেজের অধ্যক্ষ জিয়াউল হক. থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজোয়ানূল হক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গাইবান্ধা রিংকন বিশ্বাস ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম প্রমূখ।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।