‘এলিট ক্লাবে’ প্রবেশ করলেন চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

S M Ashraful Azom
0
‘এলিট ক্লাবে’ প্রবেশ করলেন চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সেবা ডেস্ক: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড গড়ে গোপালগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এতেই সোমবার টানা তৃতীয়বার ও মোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকা নারীদের ‘এলিট ক্লাবে’ প্রবেশ করেছেন। যা বাংলাদেশের ৪৮ বছরের রাজনীতির ইতিহাসে প্রথম।

১৯৮১ সালে দেশে ফিরে রাজনীতিতে নাম লিখান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। সে সময় আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম নির্বাচনে অংশ নেন ১৯৮৬ সালে। এরপর থেকে এখন পর্যন্ত তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে মোট সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। যারমধ্যে গত টানা তিনবারসহ মোট চারবার প্রধানমন্ত্রী হিসেবে পূর্নমেয়াদে দেশ পরিচালনা করেন তিনি।

এর আগে চারবার সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে অন্যতম ভারতীয় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর জীবিত নারীদের মধ্যে চতুর্থবারের মতো রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এখন পৃথিবীর ইসিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নারীদের এলিট ক্লাবে প্রবেশের সর্বশেষ সংযোজন হতে যাচ্ছেন ৭২ বছর বয়সী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন হাসিনা। এরপর ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন ছাড়া বাকি সময়টাতে শেখ হাসিনার অধিনেই দেশ পরিচালিত হয়েছে।

শেখ হাসিনার টানা ক্ষমতার গোড়াপত্তন হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৬৪টিতে মহাজোট সরকারের জয়লাভের মধ্য দিয়ে। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন এবং সর্বশেষ এবারের একাদশ সংসদ পর্যন্ত টানা তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকেন শেখ হাসিনা।

২০১৪ সালের নির্বাচনে পর অনেকেই ভেবেছিলেন, পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনার মহাজোট। বরং দেশি-বিদেশি বিভিন্ন চাপের মুখে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবেন তিনি। কিন্তু তাদের সকলের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে বিএনপি-জামায়াতের আন্দোলন জ্বালাও-পোড়াও মোকাবেলা করে পূর্ণ মেয়াদ সরকার পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনা।

এদিকে মেয়াদের শেষ দিকে এসে বিএনপিসহ সরকারবিরোধী জোট সংসদ ভেঙে নির্বাচনের দাবি জানায়। যেখানে বিএনপির ও তাদের শরিকরা মিলে গণফোরামের নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় এক্যফ্রন্ট গঠন করে। সংবিধান অনুযায়ী সরকার গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। যেখানে ২৮৮ আসন পেয়ে মহাজোট সরকার গঠন করে শেখ হাসিনার মহাজোট।

নির্বাচনে জয়ের পর গত বৃহস্পতিবার ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের এমপিরা ছাড়া বাকি সকল নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। একই সাথে ৬ ডিসেম্বর রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ সদস্যের মন্ত্রীসভার নাম ঘোষণা করা হয় এবং সোমবার ৭ জানুয়ারি মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করে। যেখানে শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রীর পদে শপথ নেন। আর এতেই বিশ্বের অন্যতম নারীদের ‘এলিট ক্লাবে’ প্রবেশ করেছেন বঙ্গবন্ধুর কন্যা।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top