
নিজস্ব প্রতিবেদক, বগুড়া ; বগুড়ার আদমদীঘিতে মারুফ হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে হত্যার পর তার অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছাতনি বাজারের মৃধাপাড়া এলাকায় রাস্তার পাশে জঙ্গল থেকে তার গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহতের মামা আল-আমিন দুপুরে থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ সদরের কামাইগাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মারুফ হোসেন অটোরিকশা চালাতেন। তিনি বুধবার রাত ২টার দিকে বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন। বৃহস্পতিবার সকালে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের ছাতনি বাজারের মৃধাপাড়া এলাকায় একটি জঙ্গলে তার গলায় ফাঁস দেওয়া লাশ পড়ে থাকতে দেখা যায়।
আদমদীঘি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার রিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি।
আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রিকশা ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় বা অন্য কোনও কারণে চালক মাফকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, শিগগিরই এ হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতার করা সম্ভব হবে। বিকেলে এ খবর পাঠানো পর্যন্ত নিহতের রিকশা ও মোবাইল ফোন উদ্ধার এবং কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।