
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন আলিম মাদরাসা বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।
দুই অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
খয়ের উদ্দিন মাদরাসায় বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রিন্স, প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, প্রভাষক আবদুল মান্নান প্রমুখ।
২০১৯ সালে এই মাদরাসা থেকে ৫১ পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। অপরদিকে বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বিদায় সংবর্ধনা দেয়া হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।