গাইবান্ধা-৩ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ: এগিয়ে নৌকা

S M Ashraful Azom
0
গাইবান্ধা-৩ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ: এগিয়ে নৌকা
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৩ সংসদ নির্বাচনে ১৩২টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের ফলাফল নৌকা- ২৬৬৪৭ লাঙ্গল- ৬২৭৩ মশাল- ১০২৭ আম- ১৮৫ সিংহ- ২১০ ভোট। এখন পর্যন্ত ব্যাপক ভোটে নৌকা এগিয়ে রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ঘোষিত পুন: তফসিল অনুযায়ি রোববার কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জাপা (জাফর) মনোনীত ঐক্যফন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মারা গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন। গাইবান্ধার সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।এখন পযন্ত প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতিকে ব্যাপক ভোট পেয়ে এগিয়ে রয়েছে । ভোট গ্রহন কালিন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আসনটির দুই উপজেলার ১৩২টি কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হয়। এতে ২ হাজার ৫ শত পুলিশ সদস্য, বিজিপি ২০ প্লাটুন, র‌্যাব ২০ প্লাটুন ও ১ হাজার ৫৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শুরু থেকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে। দুই একটি কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েনি। তবে ভোট গ্রহণের নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহতভাবে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

সকাল ৮টা ২০ মিনিটে  সাদুল্যাপুর উপজেলা সদরে পাইলট বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, দুই একজন করে ভোটার কেন্দ্রে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। কেন্দ্রে  ভোটারদের কোন লাইন ছিল না। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৩৩৫ জন। সকাল পৌনে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২১১টি। অপরদিকে সাদুল্যাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ৩৩২ জন ভোটারের মধ্যে বেলা ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২০০টি। এছাড়া ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গা নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৮০ জন ভোটারের মধ্যে সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৮০ জন। ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দ রহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় ২ হাজার ১০০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬০ জন। অপরদিকে ওই ইউনিয়নের টিয়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল পৌনে ১১টা পর্যন্ত ৪ হাজার ৪১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫০০ জন। বেলা পৌনে ১২টায় খোর্দ্দ কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১০০ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩২০ জনের।

পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২ হাজার ৭২৬ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে শতকরা ২৩ ভাগ বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার একেএম জাকির হোসেন।

ওই উপজেলার সুইগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ২ হাজার ৫৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৫০ জন ভোটার। এ তথ্য জানিয়েছেন, ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজিব আহমেদ। পলাশবাড়ী টাউন হল মহিলা ভোট কেন্দ্রে ৩ হাজার ১০২ জন ভোটারের মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে শতকরা ৩৫ ভাগ। জানিয়েছেন প্রিজাইডিং অফিসার শফিউর রহমান চৌধুরী। অপরদিকে পলাশবাড়ী পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরুষ ভোট কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে শতকরা ৩১ ভাগ।  জানিয়েছেন প্রিজাইডিং অফিসার নয়ন কুমার চক্রবর্ত্তী।

এদিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৩ হাজার ৭৮৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন শতকরা ৫০ ভাগ। জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মতিয়ার রহমান।

রিটার্নিং অফিসার ও গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন সাংবাদিকদের  জানান, কোথাও থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গণনার পর ভোট প্রয়োগের হার সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে ব্যাপক ভোটে নিজের পরাজয় নিশ্চিত জেনে জাসদ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম খুদি মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা করেন।

উল্লেখ্য, এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন- মহাজোটভুক্ত আ’লীগ প্রার্থী ডাঃ ইউনুস আলী সরকার (নৌকা), জাপা (এ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল) ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

তাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ ইউনুস আলী সরকার তার নিজ ভোট কেন্দ্র ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করেন। এছাড়া জাতীয় পার্টির প্রাথী দিলারা খন্দকার পলাশবাড়ী টাউন হল মহিলা ভোট কেন্দ্রে এবং জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। আসনটিতে শতকরা ৪৫ ভাগ ভোট কাষ্ট হওয়ার আশংঙ্কা করা যাচ্ছে।

নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এগিয়ে রয়েছেন । তার নিকটতম প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতিকের প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী নাম শোনা যাচ্ছে।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top