
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পুলিশ লাইন্সে নব নির্মিত নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন- রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
আজ ১৭ জানুয়ারী রোজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স এ দৃষ্টিনন্দন "নারী পুলিশ ব্যারাক" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
নারী পুলিশ ব্যারাক ভবনটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। উদ্বোধন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এবং গণপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খন্দকার।
পরে জেলা পুলিন্স লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে আজ বিশেষ কল্যাণ সভা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচায্য।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পুলিশ সুপার গাইবান্ধা প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ) । অনুষ্ঠান শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদের পুরষ্কৃত করেন প্রধান অতিথি।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।