
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন মন্ডলের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা সদরের বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বাবলু, তুহিন মোহাম্মদ ও সুলতানা বাহার, শিক্ষক এস.এম শাহজাহান, আশাফউদ-দৌলা প্রমুখ। মা সমাবেশে কুইজ, সংগীত ও শ্রেষ্ঠ মাতাদের পুরস্কৃত করা হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।