
এম রানা, ঠাকুরগাও প্রতিনিধি: আজ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার এম জে আরিফ বেগ,উপজেলা শিক্ষা অফিসার আজিজার রহমান,সহকারী শিক্ষা অফিসার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
এর আগে দিনব্যাপী হরিপুর সপ্রাবি মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা অফিসার মুঞ্জুরুল ইসলাম ও সুলতান আল রাজির নেতৃত্বে ২৫ টি বিভিন্ন ইভেন্টে খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক মাসুদ রানা,আনুয়ার,মোতাহার,মাহবুব আলম, সাইফুল, কালাম, সুদিপ্ত মজুমদার প্রমুখ।
উল্লেখ্য যে,"খ'' গ্রুপ (৩য় থেকে ৫ম শ্রেণি) থেকে বিজয়ী ১ম স্থান অধিকারী প্রতিযোগিরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা অফিসার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন
⇘সংবাদদাতা: এম রানা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।