
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের সীড ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
কঞ্চিপাড়া নারী উন্নয়ন সমিতির আয়োজনে মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কঞ্চিপাড়া এলাকায় এ কমিউনিটি সীড ব্যাংকের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।
কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান লিটন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত ওসমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন, একশন এইড বাংলাদেশের প্রজেক্ট অফিসার নুরে জান্নাত প্রমা, এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, ফুলছড়ি নারী উন্নয়ন ফেডারেশনের সভাপতি লাকি বেগম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে সাথে নিয়ে এক সাথে কাজ করতে হবে। নারীরা এখন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করছেন। তিনি বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ২০৭১ সালে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশে পরিনত হবে। তখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশকে দেখতে আসবে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।