
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: লাখো ভক্তের কান্নাজড়িত কন্ঠে আমিন আমিন ধ্বনিতে শেষ হলো উপমহাদেশের প্রখ্যাত ওলিয়েকামেল হযরত খাজা শাহ সূফী ইউনুস আলী এনায়েতপুরীর (রহ:) ১০৪ তম বার্ষিক মহা পবিত্র ওরশ শরীফ।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর পাক দরবার শরীফে বর্তমান গদিনশীন হুজুর পাক খাজা কামাল উদ্দিন নুহুমিয়া আলোচনা শেষে মোনাজাত করেন। শুক্রবার বাদ জুমা থেকে চৌহালী উপজেলার এনায়েতপুর বিশ্ব শান্তি মঞ্জিলে ৩ দিনব্যাপী ধর্মীয় আলোচনা, নামাজ, দোয়া-দরুদ, জিকির ও নফলইবাদত শেষে আখেরী মোনাজাতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী সিরাজুল ইসলাম, চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল-মামুন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন-হাবিবও স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ এবং ভারতের আসামসহ দেশ-বিদেশের লক্ষাধিক জাকের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।