কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে পতিত আওয়ামী লীগের নেতাকর্মিদের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে ছাত্রদলের এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবীতে কাজিপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল |
বৃহস্পতিবার (৮ই মে) বিকেলে উপজেলার বন্দর নগরী সোনামুখীতে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
পতিত সরকারের নানা কৃকীর্তি তুলে ধরে বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা, ছাত্রদল নেতা রাজিব আহমেদ।
আরও পড়ুন:
এসময় সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, যুবদলের সাংগঠনিক সম্পাদক নাছিম আহম্মেদ বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদল নেতা আশরাফুল আলম সনেট, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।