বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
![]() |
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা সহ আটক-৫ |
বৃহস্পতিবার (৮মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সাধুরপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ, পৌর এলাকার মালিরচর তকিরপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে বিল্লাল হোসেন, মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের ফজল সরকারের ছেলে শাহ আলম ফর্সা, ধানুয়া কামালপুর ইউনিয়নের বালু গ্রামের ফসি উল্লাহর ছেলে ইব্রাহিম খলিল।
আরও পড়ুন:
আটককৃতদের গত বছরের ২ অক্টোবর বকশীগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নাশকতার মামলায় আটকের পর তাদের শুক্রবার (৯ মে) দুপুরে জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে৷
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।