কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত |
শনিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্তার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এবারের দিবসটির প্রতিপাদ্য ছিলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করি , বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।
আরও পড়ুন:
সভায় সভাপতিত্ব করেন কাাজিপুর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মিরাজ হোসেন, সাংবাদিক ও সহকারি অধ্যাপক আবদুল জলিল, গান্ধাইল সপ্রাবির প্রধান শিক্ষক সোয়েব আহমেদ, সোনামুখী সপ্রাবির প্রধান শিক্ষক শওকত হোসেন, ছাত্র সমন্বয়ক শেখ রাসেল , বেলতৈল সপ্রাবির প্রধান শিক্ষক আজিজুল হক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরক্তার বিতরণ করেন প্রধান অতিথি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।