রৌমারীতে কর্মসংস্থানের দাবীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের আলোচনা সভা

S M Ashraful Azom
0
রৌমারীতে কর্মসংস্থানের দাবীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের আলোচনা সভা
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে কর্মসংস্থানের দাবীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গালর্স স্কুল মাঠে  ইউনিয়ন পর্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ন্যাশনাল সার্ভিসে যারা কাজ করেছিল সেই বেকার যুব-যুবতীরা অংশ গ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিসের ইউনিয়ন আহবায়ক শহিদুর রহমান, যুগ্ন আহবায়ক আরশাদুল ইসলাম, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, আব্দুল মতিন, মিজানুর রহমান, এরশাদুল হক, সামিউল ইসলাম ও রিপন মিয়াসহ অনেকে।

বক্তারা বিশ্ব মানবতার মা চারবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ন্যাশনাল সার্ভিস পূণরায় চালু করে কর্মসংস্থানের সৃষ্টি করতে জোরদাবী জানানো হয়। বেকাররত্বের অভিশাপ থেকে মুক্ত করতে প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ করেন তারা।

উল্লেখ্য যে, গত ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দুরীকরনে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় ২০১০ সালে প্রথম ২বছর মেয়াদী ন্যাশনাল সার্ভিস চালু করেন।

সে অনুযায়ী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২দফায় প্রায় ২হাজার ৩শ’ বেকার যুব-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় বেকার যুব-যুবতীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী ভিত্তিতে চাকুরি দেওয়া হয়।

২বছর মেয়াদ শেষ হওয়ায় আবারো তারা বেকাররত্ব জীবন যাপন করছেন। ন্যাশনাল সার্ভিসকর্মীদের অনেকের সরকারি চাকুরির বয়সসীমা শেষ পর্যায়ে।

ফলে ন্যাশনাল সার্ভিস পূণরায় চালু করে পূর্বে নিয়োগকৃত ন্যাশনাল সার্ভিসকর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানানো হয়।


⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top