
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমেজ শেষ হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হওয়া। এর পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজাকে দলীয় মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি পৌর কাউন্সিলরগণ।
শুক্রবার সকালে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি পৌর কাউন্সিলরগণ।
সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর বদর আলী মন্ডলের সভাপতিত্বে ও ফজলুর রহমান ফজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র ইকবাল রানা, সহিদুল ইসলাম, আক্তার হোসেন, আয়নাল হক, শিল্পি খাতুন প্রমুখ।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।