
গাইবান্ধা প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার অসহায় ছিন্নমূল পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাকিব ট্রেডার্স লিমিটেডের উদ্যোগে ও জাতীয় শ্রমিকলীগরে দামোদরপুর ইউনিয়ন শাখার সভাপতি লুৎফর রহমান বিপুলের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় কান্তনগর বাজারে এ কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আওয়ামীলীগ দামোদরপুর ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী শাহারিয়া খাঁন বিপ্লব, সাকিব ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. হারুন-অর রশিদ, ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম, লুৎফর রহমান বিপুল, জাহাঙ্গীর আলম, ওসমান গণি মন্ডল, ছামচুল আলম ডাবলু ও খলিলুর রহমান খলিল প্রমূখ। এ অনুষ্ঠানে ২০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।