
সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে প্রভিডেন্ট প্রাইভেট সেন্টারের উদ্যোগে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় পরিচালক মোঃ মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক পাভেল মিয়া। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা করা সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় অতিথিরা ক্লাসে প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের ও মেধাস্থান অর্জনকারীদের নিকট শিক্ষা উপকরণ ও পুরস্কার তুলে দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: সারিয়াকান্দি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।