এবার বিএনপির ‘বেইমানদের’ বহিষ্কারের দাবি জানালেন তৈমুর আলম খন্দকার

S M Ashraful Azom
0
এবার বিএনপির ‘বেইমানদের’ বহিষ্কারের দাবি জানালেন তৈমুর আলম খন্দকার
সেবা ডেস্ক: ভোটে পরাজয়ের পর দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি সামনে এনে দলের নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলছেন বিএনপির নেতারা। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। সংস্কারের দাবি নিয়ে যারা সোচ্চার তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার একজন।

তিনি প্রকাশ্যেই বলছেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার না করে ‘বেইমানি’ করেছে তাদের বহিষ্কার করা হোক। নিজ দলের সমালোচনা করতে গিয়ে তিনি বলেছেন, ‘বিএনপি আপন-পর চেনে না।’

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রাথমিক মনোনয়ন পেলেও চূড়ান্ত মনোনয়ন পাননি তৈমুর। এ নিয়ে তার ক্ষোভের শেষ নেই। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হলেও ভোটের আগের দিন রাতে তাকে বসিয়ে দেওয়া হয়, যা নিয়ে দলের ভেতরে বাইরে নানা সমালোচনা হয়েছিল। সেই ক্ষোভের কথা এখনো ভোলেননি তিনি।

তার মতে, অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে দলকে তিনভাগে ভাগ করতে হবে। যারা এবার নির্বাচনে দলের জন্য কাজ করছে তারা এক গ্রুপ। যারা কাজ করেনি তারা এক গ্রুপ এবং যারা বিরোধিতা করেছে তারা এক গ্রুপে থাকবে। আর যারা বিরোধিতা করেছে তাদের বাদ দিতে হবে। বহিষ্কার করতে হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেন দলের নেতৃত্ব পরিবর্তনের জোর দাবি তুলেছেন। তারই ধারাবাহিকতায় শীর্ষ নেতাদের দল থেকে বাদ দেওয়ার বিষয়ে তৈমুর আলম খন্দকার একমত পোষণ করেন।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মওদুদ আহমেদ এবং খন্দকার মোশাররফ বলেন, দলকে ঘুরে দাঁড়াতে হলে দুর্বল নেতৃত্ব পরিবর্তন করতে হবে। নেতাকর্মীদের পুনরায় জাগাতে হলে নেতৃত্বের পরিবর্তন আবশ্যক। নাম বললে বিষয়টি খারাপ হয়ে যায় তাই বলবো নিজেদের অপারগতার কথা ভেবে পদ ধরে রেখে দলকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েন না। নিজ থেকেই সরে যান।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top