
বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে নতুন এমপি'র কার্যক্রম শুরু হয়েছে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবাগত জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন ভিত্তি প্রস্তর স্থাপন ও উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথিরর বক্তব্য দেয়ার সময় বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড সহ সকল এজেন্ডা বাস্তবানে সকলকে যার যার অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে আহবান জানান।
বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম, গোলাম রেজা, প্রকৌশলী মাঈন উদ্দিন, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, অফিসের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: বেলকুচি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।