
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ২ যাত্রী নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনাটি ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ ১১-১০০০) বাংড়া ইউনয়ন পরিষদের সামনে আসলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হয়। খবর পেয়ে কালিহাতী থানা ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে বাসের নীচ থেকে ১ যাত্রীর মরদেহ ও ৩০ আহত যাত্রীকে উদ্ধার করে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার তৎপরতা শেষে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত অপর এক যাত্রীর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।