আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচন: শফিকুল ইসলাম খান জনির গণসংযোগ

S M Ashraful Azom
0
আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচন: শফিকুল ইসলাম খান জনির গণসংযোগ

ঘাটাইল প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা দিয়ে ঘাটাইলে গনসংযোগ শুরু করেছেন বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. শফিকুল ইসলাম খান জনি।

তিনি প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামীলীগ নেতা-কর্মী ও জনসাধারনের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্নের বিষয়টি গণমাধ্যমে আসার পরপরই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে মোঃ শরিফুল ইসলাম খান জনি নিজের প্রার্থীতা ঘোষনা দেন।

এ বিষয়ে মোঃ শরিফুল ইসলাম খান জনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মী ও জনসাধারনের আহ্বানে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আশা করি দলীয় নেতাকর্মী ও জনসমর্থনের কারনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দিবেন। জনগনের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ঘাটাইল উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত উপজেলা গড়ারই আমার প্রধান লক্ষ্য। আশা করি দলীয় মনোনয়ন পেয়ে ঘাটাইলবাসীর ভোটে আমি নির্বাচিত হবো।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top