
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে ৮ জানুয়ারী মঙ্গলবার শীতকালীন আন্ত: স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। ৩ জানুয়ারী থেকে বালক-বালিকা পর্বের ভলিবল, ক্রিকেট-ব্যাটমিন্টন, হাই জাম্প-লং জাম্প-দৌড়সহ বিভিন্ন আইটেমের প্রতিযোগিতা শুরু হয়।
খেলায় চুড়ান্ত বিজয়ী ও রানার্স আপদের পুরুস্কার বিতরণী উপলক্ষে ৮ জানুয়ারী বিকেল ৪টায় উমির উদ্দিন পাইলট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার শান্তি, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার এলাহী আখন্দ, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভুট্রোসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।