
গাইবান্ধা প্রতিনিধি : সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যা বাজারে অবৈধভাবে ডিস ব্যবসা শুরু করে ক্যাবল নেটওয়ার্কের আওতাধীন বৈধ ডিস ব্যবসায়িদের ৩ কি.মি. লাইন কর্তন করা হয়েছে। এর প্রতিকার দাবিতে সাঘাটা এলাকার ডিস লাইনের নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ওই এলাকার দর্শকরা শুক্রবার টিভি দেখতে পারছে না।
গাইবান্ধা প্রেস ক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে ডিস ব্যবসায়িরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে। শনিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে গাইবান্ধা জেলার কেন্দ্রীয় ক্যাবল নেটওয়ার্কের আওতাধীন সকল ডিস ব্যবসায়িরা ডিস লাইন বন্ধ করে দেবে বলে আল্টিমেটাম দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাঘাটার ডিস ব্যবসায়ি আব্দুর রাজ্জাক (গাইবান্ধা কেন্দ্রীয় ক্যাবল নেটওয়ার্কের লাইসেন্স নম্বর সিও ৪০৫, রেজিঃ নং ১৩৬০, তারিখ ২৮/০১/১৮, এলাকা সাঘাটার ভরতখালি ইউনিয়ন, প্রতিষ্ঠান সোয়েব এন্টারপ্রাইজ)। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন থেকে ফুলছড়ি উপজেলা ও গাইবান্ধা সদরের কিছু এলাকায় এবং পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর পর্যন্ত ডিস ব্যবসা করে আসছেন।
হঠাৎ করে ভরতখালি এলাকার জাহেদুল ইসলামের ছেলে জিকো মিয়া প্রতিহিংসামূলক উল্যা বাজারে ডিসের নতুন একটি কন্ট্রোল রুম তৈরী করে। এরর থেকেই জিকো মিয়ার সন্ত্রাসী লোকজন ওই বৈধ ডিস লাইনের বিভিন্ন পয়েন্ট থেকে ১৩টি লুড মেশিন খুলে নিয়ে নেয় এবং উল্যা বাজার এলাকার ৩ কিলোমিটার অপটিক্যাল ফাইবারের তার কেটে নিয়ে যায়।
এছাড়া গটিয়া পয়েন্টে তার ও লুড মেশিন কেটে নিয়ে যায়। এব্যাপারে প্রতিবাদ জানালে জিকো মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই এলাকায় ডিসের ব্যবসা বন্ধ করে দেয়। বিষয়টি সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাবে অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
এ ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে কচুয়ায় অবস্থিত কেন্দ্রীয় ক্যাবল টিভি নেটওয়ার্ক গত শুক্রবার থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার টিভি দর্শকরা চরম বিপাকে পড়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কেন্দ্রীয় ক্যাবল টিভি নেটওয়ার্কের সভাপতি রেজাউর রহমান ডিউক, সহ-সভাপতি এসকে তাসের আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, খায়রুল ইসলাম প্রমুখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।