
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চিথুলিয়া বালিকা দাখিল মাদরাসার এবতেদায়ী শাখার সহকারী মৌলভী শিক্ষক প্রয়াত আবুল হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহ আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মহসিন আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চিথুলিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার একরামুল হক, চালাপাড়া দাখিল মাদরাসার সুপার আল আমিন, সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মতি, চিথুলিয়া বালিকা মাদরাসার সহকারী সুপার গোলাম ফারুক, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, নূর ইসলাম, আব্দুস সালাম, শামীম আহমেদ, আব্দুর রহমান, নার্গিস খাতুন, আরজিনা খাতুন, মাকসুদা খাতুন ও রহিমা খাতুন প্রমুখ।
উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক আবুল হোসেন নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।