
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৩৫) ও তার ছোট ভাই মাসুদ রানা উজ্জলের (৩৩) নিকট থেকে ১৫ পুরিয়া হোরোইন, অফিসার পাড়া জশমত আলীর ছেলে মনোয়ার হোসেন জয়ের (২৫) নিকট থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং উপজেলার রবইতলী কৈয়াগাড়ী গ্রামের বদিউজ্জামানের ছেলে মাসুদ রানার (৩৩) নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ধুনট শহর ও যমুনা নদীর বাধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।