নন্দীগ্রামে স্ত্রী-সৎ ছেলেসহ চারজনের বিরুদ্ধে মামলা

S M Ashraful Azom
0
নন্দীগ্রামে স্ত্রী-সৎ ছেলেসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে সৎছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর ঘটনায় স্ত্রী-সৎছেলেসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

রবিবার রাতে নন্দীগ্রাম থানায় নিহতের পিতা মোবারক আলী বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, নিহত আরব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩২), তার ছেলে মহিদুল ইসলাম মধু (১৫), শাশুড়ি জরিনা বেওয়া (৫৫) ও বিজরুল গ্রামের আমিরুল ইসলাম (২৫)।

জানা গেছে, আরব আলী দেড় বছর আগে একই গ্রামের মর্জিনা বেগম নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ে করেন। এই বিয়ের আগে মর্জিনার আরো দুটি বিয়ে হয়েছিল। আরব আলীর সঙ্গে সংসার করার সময় মর্জিনা তার স্বামীকে না জানিয়ে পার্শ্ববর্তী উপজেলা শেরপুরে চলে যায়।

আরও পড়ুন>> বগুড়ায় স্ত্রীকে আনতে গিয়ে সৎ ছেলের লাঠির আঘাতে সৎ পিতার মৃত্যু

গত শনিবার শেরপুর থেকে মর্জিনা তার মায়ের বাড়ি বিজরুল গ্রামে বেড়াতে আসে। খবর পেয়ে আরব আলী স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যায়। তখন মর্জিনা জানায়, সে আরব আলীকে তালাক দিয়ে শেরপুর চতুর্থ বিয়ে করেছে। আরব আলী সে সময় তালাকের কাগজপত্র দেখতে চাইলে বাকবিত-া শুরু হয়।

এ সময় মর্জিনার আরেক পক্ষের ছেলে ময়নুল ইসলাম মধু (১৫) তার মায়ের পক্ষ নিয়ে সৎপিতা আরব আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন আরব আলীকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনোয়ার হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top